কতটা হারলাম আমি? নাকি জিতলাম?

2008 এ কেন্দ্রীয় সরকারী চাকরী পেয়েছিলাম (গ্রুপ C)। সাথেই IT (witch) কোম্পানিতেও চাকরী পেয়েছিলাম। বিদেশ যাওয়া, দ্রুত উন্নতি, ইত্যাদির কথা ভেবে IT তে ঢুকে গিয়েছিলাম। পারিবারিক বিপত্তির কারণে 3 বার বিদেশ যাওয়া আটকে যায়। (একবার এয়ারপোর্ট থেকে ফিরে এসেছিলাম, একবার 15 দিনের মধ্যে)। একই কারণে কলকাতা ছেড়ে যাওয়া হয় নি। মাইনে বেশ ভালই পাই, তাই কোনোদিন দুঃখ হয় নি।

আজ সকালে হঠাৎ মনে হলো সরকারী চাকরি করলে আজ আমি কোথায় থাকতাম। মাইনে কি অনেক বেশি হতো? কেউ কি সরকারী চাকরি করেন যিনি আমায় এই চিন্তা থেকে মুক্তি দেবেন?

হারি বা জিতি আমার দুঃখ নেই। জীবন যথেষ্ট সুখের। শুধুই একটা ক্লোজার চাইছি।