বনের ধারে সে অপূর্ব মায়াময় বৈকালগুলি মিছামিছিই নামিবে চিরদিন। হয়তো কোনোদিন এই সবুজের গন্ধ মাখা স্নিগ্ধ ছায়ায় দেবী বিশালাক্ষ্মী দেখা দেবেন কোনো এক স্বপ্নে। প্রসন্ন হাসিয়া বলিবেন, "তুমি বড় ভালো ছেলে, কী বর চাও?" শুধু একমুঠো শান্তি চাইবো দেবী, দেবেন? ঠিক যেরকম শান্তি ওই দেবদর্শনের শেষটায় মেলে!